শরীয়তপুর উপজেলার দুই কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় কেউ পাস করেনি। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বইছে হতাশা, প্রশ্ন উঠছে শিক্ষার মান নিয়েও। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফলাফলে দেখা যায়, জাজিরা উপজেলার ডা. মোসলেম উদ্দিন খান কলেজ থেকে এ বছর ২৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলের চিত্র আগের বছরগুলোর চেয়ে অনেক পাল্টে গেছে। বৃহস্পতিবার প্রকাশিত ফল অনুযায়ী দেশের ৯টি সাধারণ এবং মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষায় পাসের হার গত ২১ বছরের তুলনায় কম। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও অনেক কমেছে।
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল গতকাল বৃহস্পতিবার প্রকাশ হয়েছে। সারা দেশের মতো রাজধানীর নামিদামি কলেজগুলোয়ও দিনভর ছিল উচ্ছ্বাস, কিছুটা হতাশা আর নানারকম প্রতিক্রিয়া।